1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নাটোর প্রতিনিধি

নাটোরে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে আরিফ নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুল রহিম এই রায় দেন।

আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, ২০১৬ সালের ২৪ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুল যাওয়ার পথে মামলার ভুক্তভোগী ১৪ বছরের পলি খাতুনকে অপহরণ করেন প্রতিবেশী আব্দুর রশীদের ছেলে আরিফসহ ২-৩ জন। তারা পলিকে একটি সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ব্যাপারে ভিকটিমের মা অরুনা বিবি বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় অভিযুক্ত আরিফ তার বাবা আব্দুর রশীদের সহায়তা ও যোগসাজশে পলিকে অপহরণ করেন।

মামলাটি তদন্ত শেষে বিচারের জন্য আদালতে পাঠানো হলে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক এই রায় দেন। সেই সঙ্গে জরিমানার ২০ হাজার টাকা ভিকটিম পাবে বলেও জানান এই আইনজীবী।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ