1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন

পূর্ব নন্দীপাড়ায় নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব নন্দীপাড়ার ৯ নম্বর আব্দুস সামাদ রোডে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে আজ বৃহস্পতিবার রাজউক জোন-৬/১ একটি অভিযান পরিচালনা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৪টি ভবনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের কারণ

রাজউক সূত্রে জানা যায়, ভবন নির্মাণের জন্য অনুমোদিত নকশায় ১০ তলা ভবনের সম্মুখ ও পার্শ্ব রাস্তা ২০ ফুট প্রশস্ত করার নির্দেশনা ছিল। তবে ভবন মালিকেরা শুধুমাত্র সম্মুখ রাস্তা প্রশস্ত করেছেন, পার্শ্ব রাস্তা আটকে রেখেছেন, যা জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিল। এছাড়া, পার্শ্ববর্তী রাস্তা প্রশস্ত করার জন্য নির্ধারিত জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

অভিযানের ফলাফল

  • নির্মাণাধীন ভবন ভাঙা: একটি ১০ তলা ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে।
  • বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন: ৩টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
  • মালিকদের প্রতিশ্রুতি: ভবন মালিকেরা নিজেদের ভুল স্বীকার করে নকশাবহির্ভূত অংশ নিজ উদ্যোগে অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিয়েছেন।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা

অভিযানে উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার-৬/১ আব্দুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক মো. বেল্লাল হোসেন, সেলিম বকাউল, ইমারত পরিদর্শক জিল্লুর রহমান, ফিরোজ আলম, মো. নাজিম উদ্দীন, মো. আমিনুল ইসলাম (পিয়াল) এবং সুব্রত কর্মকার।

রাজউকের বার্তা

এই অভিযান নকশাবহির্ভূত নির্মাণ রোধে রাজউকের দৃঢ় অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে। রাজউক জানায়, ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তারা নগরবাসীকে নকশা মেনে ভবন নির্মাণের আহ্বান জানিয়েছেন, যা একটি নিরাপদ, সুপরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ