1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

সংবাদ প্রচার বন্ধের জন্য সাংবাদিকে হুমকি দিলেন সাবেক বিএনপি নেতা

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা উপজেলায় একটি নিউজ প্রচার বন্ধের জন্য সাংবাদিক কে হুমকি দিয়েছেন রাজশাহী জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক ফজলুর রহমান মুক্তা ।

সুত্রে জানা যায়, সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে ।তারই ধারাবাহিকতায় বাঘা উপজেলায় সুন্দর ও সুষ্ঠু ভাবে  এসএসসি ও সমমান পরীক্ষা হচ্ছে.. বিষয়ে একটি প্রতিবেদন নিউজ করার লক্ষ্যে গত ১৫ এপ্রিল ২০২৫ ইং আড়ানীর ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯-৩৫ মিনিটের সময়ে একজন সংবাদকর্মী নাইকন ডি ৬১০ ফুল ফ্রেম ক্যামেরা দিয়ে গেটের  একটি ছবি তুললে সেখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার বাঘা উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মাহমুদুর রহমান খান সংবাদ কর্মীর হাত থেকে  ক্যামেরা ও মোবাইল কেড়ে নিয়ে কেন্দ্রের ভিতরে ধুকিয়ে বসিয়ে রাখেন এবং উক্ত  ক্যামেরার লেন্স ভেঙে ফেলে।

উক্ত বিষয় টা কেন্দ্রের কেন্দ্র সচিব বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম মলিন জানার পর তাৎক্ষনিক বিষয়টা নিষ্পত্তি করলেও ক্যামেরা ভাঙ্গার বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে জানান। পরে এবিষয়টি এশিয়ান টেলিভিশন রাজশাহী বিভাগীয় প্রধান উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে মোবাইলে জানালে বিষয়টি তিনি নিষ্পত্তি করে দিবেন বলে আশস্ত করেন । বিষয়টা নিয়ে এক সপ্তাহ পার হলেও কোন নিষ্পত্তি না হওয়ায় সাংবাদিক মহলে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হতে শুরু করে।

এ সুযোগে  রাজশাহী জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক ফজলুর রহমান মুক্তা  সাংবাদিক আখতার রহমানকে বারবার চাপ দিতে থাকেন যেন তিনি ক্যামেরা ভাঙ্গা বিষয়ে চুপ হয়ে যায়, নইলে তার বড় ধরনের ক্ষতি করে ফেলবে বলে ফেসবুকে শাসন করতে থাকেন।

ক্যামেরার লেন্স ভাগল ু উপজেলা মাধ্যমিক সুপারভাইজার অথচ একজন সাবেক বিএনপি নেতা কেন শাসন করবেন বিষয়ে আমাদের  প্রতিনিধি ভুক্তভোগী সাংবাদিক আখতার রহমান কে জিজ্ঞাসা করলে তিনি জানিয়েছেন,  প্রায় ৫ বছর পূর্বে  পাবনা ও সিরাজগঞ্জে মুক্তার ব্যক্তিগত ঘটনার মীমাংসা করতে গিয়ে এই সাবেক  ছাত্রদল নেতা ফজলুর রহমান মুক্তা এক লক্ষ টাকা ধার নিয়েছিলেন সাংবাদিক আক্তার রহমানের নিকট হতে, সে টাকা আজও পরিশোধ করেন নাই ফজলুর রহমান মুক্তা।
পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকের ক্যামেরা ভাঙ্গা বিষয়ে নানা মিডিয়া মাধ্যমিক সুপারভাইজার কে কেন্দ্র করে ছোটখাটো নিউজ হতে থাকে, তখন ওই বিএনপি নেতা ফজলুর রহমান মুক্তা াংবাদিক আখতার রহমানের  প্রতি রাগান্বিত হয়ে ওঠে এবং তাকে গালাগালি, অবাঞ্ছিত কথাবার্তা, ভয় ভীতিসহ নানা হুমকি এবং মিথ্যা অপপ্রচার করতে থাকে। এ সকল বিষয়গুলো ফেসবুক মিডিয়ায় আসায় অনেকে শুনেন এবং জানেন।
মুক্তার অবাঞ্ছিত অসভ্য কথাবার্তার রেকর্ড টি নেট দুনিয়ায় প্রকাশের পর সাংবাদিক মহলে চরম নিন্দার ঝড় উঠেছে।
১৫ আগষ্টের পর সাংবাদিক আখতার রহমান মুক্ত ভাবে কাজ করতে পারছে না  যা সাংবাদিকতা জগতে চরম একটি নিন্দানীয় বিষয়।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ