রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাট কানপাড়া বাজার (বাজুখলসী) এলাকার বাসিন্দা মো. শুভ আহমেদ (২৫) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ২০ মে (মঙ্গলবার) ভোর ৫:৩০ মিনিটে স্থানীয় এক বাসিন্দা সবজি খেতে যাওয়ার পথে গাছে ঝুলন্ত অবস্থায় শুভর নিথর দেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন।
দুর্গাপুর থানার এসআই ইব্রাহিম হোসেন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবার কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। পরিবার ও প্রতিবেশীদের উপস্থিতিতে দুপুর ২টায় জানাজা শেষে শুভর দাফন সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুভ আহমেদ ছিলেন শান্ত স্বভাবের, তবে সহজেই রাগান্বিত ও অভিমানী ছিলেন। প্রায়ই তিনি আত্মমগ্ন হয়ে পড়তেন। পরিবারের সঙ্গে কোনো বড় ধরনের দ্বন্দ্ব না থাকলেও, ব্যক্তিগত বিষণ্নতা বা মানসিক চাপ থেকেই এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।