1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

এবারে আয়োজনে স্টেজ কাঁপালেন উপজেলা শিল্পকলা একাডেমি

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

 

শাহিন রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বাংলা নববর্ষ (১৪৩২) উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, এবং দেশীয় খেলাধুলার আয়োজন করে এবার ভিন্ন চমক দেখালেন উপজেলা বাসিকে।।

উক্ত বৈশাখী আয়োজন সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে পতাকা উত্তলন দিয়ে শুরু করা হয়। পরে জাতীয় সংগীত এবং বৈশাখী বরনের দলীয় গান শেষে একটি পথ রেলি করেন উপজেলা প্রশাসন এবং (বিএনপি) নেতাকর্মী সহ সর্বসাধারণ মানুষ।

পরে সকাল ১০টার দিকে সাংস্কৃতিক উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপস্থিত সকলেই। এ সময় দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা গানে-গানে স্টেজ মাতিয়ে সকলের বৈশাখী আনন্দ দ্বিগুণ করে তোলেন।

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পী সেলিম, মামুন, ডালিম, নাহিদ, পারভেজ, কোরবান সহ শিল্পী তানিয়া আক্তার নদী, লাল্টু, রুহুল আমিন, এবং আরো ছিলেন শিল্পী এ আর মেঘ।

এসময়, দুর্গাপুর শিল্পী কলা একাডেমির সকল শিল্পী গান গেয়ে শ্রোতাদের হৃদয় জয় করে পায় উৎসাহ এবং ভালোবাসা। স্টেজ কাঁপানো সব শিল্পীদের গান শেষে, ঐতিহাসিক চাঁপাইনবাবগঞ্জের ভাষায় দুর্গাপুর সপ্তপর্ণা সংগীত একাডেমির পক্ষ থেকে গম্ভীরায় নানা নাতির চরিত্রে অভিনয় করেন লাল্টু এবং রুহুল আমিন।

এছাড়াও উক্ত বৈশাখী অনুষ্ঠানে, আদিবাসীদের নিত্য, শিশু শিল্পীদের গান, ঐতিহাসিক লাঠি খেলা, হাডুডু খেলা, দড়ি খেলা, সাপ খেলা সহ বিনামূল্যে রক্ত পরিক্ষার সুযোগ ছাড়াও ছিলো বৈশাখী মেলায় অংশ নেওয়া সকলের জন্য পান্তা ইলিশ খাওয়ার আয়োজন।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ