মোঃ সোহাগ আলী বিশেষ প্রতিনিধিঃ
বছর ঘুরে খুশির বার্তা নিয়ে আবারো এলো ঈদ। টানা এক মাস ধরে সিয়াম সাধনার পর বইছে ঈদের সুবাতাস। তারই ধারা বাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার ৯ নং পারিলা ইউনিয়ন বাসি সহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানান বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সাধারণ জনগণদের আস্থা পারিলা ইউনিয়ন পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ।
তিনি জানান, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য আসে খুশির বার্তা নিয়ে। তাই ইউনিয়ন বাসি সহ দেশ বিদেশের সর্বস্তরের মানুষকে এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি।
রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে সংযমী হতে হবে এবং গরিব-দুখী, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।
তিনি আরো বলেন,ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। পবিত্র ঈদুল ফিতরে সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহীমান্বিত আহব্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।সকল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।