মোঃ সোহাগ আলী, বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ প্রান্তিক কৃষকবৃন্দ সহ সকল ধর্মপ্রান মুসলমানদের প্রানঢালা শুভেচ্ছা ও রমাদান মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) উপকেন্দ্রের চাঁপাইনবাবগঞ্জের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: আজাদুল হক। তিনি জানান, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে প্রদান করেন।
এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মোমিন ব্যক্তি সারাদিন সর্বক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়। রমজান মাস হলো রহমত, বরকত ও নাজাদের মাস, এ মাসে মানুষের গুনাহ গুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা।
ঘুষ, সুদ, দুর্নীতি, দখল, সন্ত্রাসী, চাঁদাবাজী, দালাল ও প্রতারকদের দমনে রুখে দাড়াই।সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।