বিপুল ইসলাম আকাশ,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূটির কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরুপে পরিচালনার জন্য উপজেলা সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন, থানার ওসি আব্দুল হাকিম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর একরামুল হক, গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু, তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, কঞ্চিবাড়ী ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া প্রমূখ।
উল্লেখ্য, ২০ জানুয়ারি থেকে আগামি ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহ ও ৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি ভোটার নিবন্ধন কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রমের আওতায় নতুন ভোটার নিবন্ধন, মৃত ভোটার কর্তন ও ভোটার স্থানান্তর কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ৩২ জন সুপারভাইজার ও ১৪৫ জন তথ্যসংগ্রহকারী নিয়োগ করা হয়েছে। তবে ভোটার স্থানান্তরের কার্যক্রম উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে করা হবে।