জামালপুর প্রতিনিধঃ
আজ ১০ অক্টোবর, মানুষ ও মানবতার প্রতি অগাধ প্রেম এবং বিজ্ঞানচর্চার প্রতি গভীর আগ্রহে বেড়ে উঠা তরুণ প্রতিভাবান জাবির আহম্মেদ জিহাদের ১৯তম জন্মদিন।
২০০৫ সালের এই দিনে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী বৌশেরগড় গ্রামে যমুনা নদীর তীরে তার জন্ম হয়। তার বাবা মোঃ উসমান গণী এবং মা বেগম জরিনা। ছোটবেলা থেকেই সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ আগ্রহী ছিলেন তিনি।
জাবির শুধুমাত্র বিজ্ঞানপ্রেমী নন, তিনি একজন উদীয়মান কবি ও লেখকও। ছড়া, কবিতা, গল্প, এবং সায়েন্স ফিকশনে তার অবাধ বিচরণ তাকে একজন সৃজনশীল লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার শতাধিক লেখা ইতোমধ্যে বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন, এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘অন্তরবৃত্তে স্বাধীনতা’ শীর্ষক যৌথ কাব্যগ্রন্থে তার কবিতা “স্বাধীনতা” স্থান পেয়ে তাকে তরুণ কবি হিসেবে বিশেষ স্বীকৃতি দিয়েছে।
জাবিরের প্রথম প্রকাশিত লেখা ছিল শিশু-কিশোর মাসিক পত্রিকা “নতুন কিশোর কণ্ঠ”-এর ২০১৯ সালের আগস্ট সংখ্যায়, যেখানে তিনি অনুশীলন বিভাগে প্রথম স্থান অর্জন করেছিলেন। সেই সাফল্য তাকে সাহিত্যের জগতে আরও উৎসাহিত করেছে।
জাবির আহম্মেদ জিহাদের শৈশবের গ্রাম বৌশেরগড় আজ যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে। ২০১০ সালে যমুনার ভাঙনে ঐতিহ্যবাহী গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও, তার শৈশবের স্মৃতিতে গ্রামটি এখনো অটুট রয়েছে।
সাহিত্য ও বিজ্ঞানচর্চার প্রতি তার গভীর আগ্রহ ভবিষ্যতে তাকে একজন বিশিষ্ট লেখক এবং বিজ্ঞানের আলোকিত চিন্তাবিদ হিসেবে গড়ে তুলতে পারে। বিজ্ঞানকে তিনি সমাজের উন্নতির একটি মাধ্যম হিসেবে দেখেন এবং তার লেখায় সমাজের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের বার্তা তুলে ধরেন। বিশেষত সায়েন্স ফিকশন তার প্রিয় শৈলী, যেখানে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
জাবির আহম্মেদ জিহাদ তার জন্মদিনে নতুন উদ্যমে সৃজনশীলতার পথে এগিয়ে চলেছেন। তার প্রতি রইল শুভকামনা, যাতে তিনি তার সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন এবং আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন।