মোঃ সোহাগ আলী
ব্যতিক্রম ভাবে সর্বস্তরের মানুষদের ভালোবেসে পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করে ও সেবা দিয়ে আলোচনায় এসেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।
জানাযায়, গত ৩ মাস পূর্বে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।তিনি যোগদান করার পর থেকে এই উপজেলার অনিয়ম দুর্নীতি ও মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে নিষ্ঠার সাথে নির্লস পরিশ্রম করে তার দায়িত্ব পালন করেছেন।
সূত্র বলছে, নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ সর্বস্তরের মানুষদের মাঝে নানা উন্নয়মূলক কাজ করে যাচ্ছেন এবং প্রান্তিক কৃষকদের মাঝে সুফল ফসল ফলানোর জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন তাছাড়া ও মাছ চাষীদের উৎসাহিত করছেন এবং জমি সংক্রান্ত বিরোধ সুষ্ঠুভাবে দক্ষতার সাথে নিষ্পত্তি করছেন। এবং উপজেলার সোনাদিযি এলায় পুকুর সংস্কারের নামে সরকারি রাস্তা বিনষ্ট করে মাটি ব্যবসায়ীদের সিন্ডিকেটে চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে তিনি আলোচনায় এসেছেন।
স্থানীয়রা জানান , গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এই উপজেলায় যোগদান করার পর থেকে এই উপজেলাকে নতুন রূপে সাজিয়ে তুলেছে এবং অনিয়ম দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ গড়ে তুলেছে।পাশাপাশি উপজেলা এলাকায় রাস্তাঘাট, মজিদ, মাদ্রাসা মন্দির, কালভাট,সহ আরো অনেক উন্নয়ন মুলক কাজ করার চেষ্টা করে যাচ্ছে। তার এমন নির্লস পরিশ্রম ও সততার কারণে এলাকার সর্বস্তরের মানুষ তাকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাধারণ জনগনদের সেবা দেওয়ার বিষয় জানতে চাইলে গোদাগাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জানান, আমি এই উপজেলায় নির্বাহি কর্মকর্তা হিসেবে যোগদান করার পর থেকে এই এলাকার সকল জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ জনসাধারণকে নিয়ে একত্ব বোধ হয়ে ভালো কাজ করার চেষ্টা করছি।এবং এই এলাকায় তিন ফসলি আবাদি জায়গায় পুকুর খনন ও পুকুর সংস্থারের নামে সরকারি রাস্তা বিনষ্টের অভিযোগ পেলে মাটি ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে।
এবং এই উপজেলার জনগণকে সাথে নিয়ে এলাকার অনিয়ম দুর্নীতি ও মাদকদ্রব্য নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।পাশাপাশি এই উপজেলার অঞ্চলকে দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তোলার আহবান জানান তিনি।