স্টাফ রিপোর্টার :
দলীয়ভাবে বিএনপির সমর্থন করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ৩ নং বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শিবপুর হাটের আব্দুস সোবহান।
রাজনৈতিক ব্যাখ্যা দিতে গিয়ে রাজশাহীর আলোকে আব্দুস সোবহান বলেন।
দীর্ঘ সময় ধরে আমি নির্যাতিত নিপীড়িত পুলিশের হয়রানি মামলা মোকদ্দমা ছাড়া আর কিছুই পাননি।
পনেরো বছর ধরে কখনো রাঙ্গামাটির কখনো সিলেটে মামলার আতঙ্কে পালিয়ে থেকেছি। রাজশাহী মহানগর মিথ্যা পুলিশ মার্ডার মামলা ও বিস্ফোরক মামলায় দীর্ঘ সময় কারা ভোগ করেছেন। এছাড়াও বিভিন্ন অজ্ঞাত দুই থেকে তিনটা মামলায় রাতের পর রাত আতঙ্কে সময় পার করেছেন।
আব্দুস সোবহান বিষয়ে ওয়ার্ডে কথা বলে জানা গেছে আব্দুস সোবহান এর মত এমন ত্যাগী নেতা এই ওয়ার্ডে খুবই বিরল।
উনি রাজনীতি করতে যে পরিমাণ অর্থ, লাঞ্চিত, এবং হয়রানির শিকার হয়েছেন তা খুবই দুর্ভাগ্যজনক আব্দুস সোবহান এর জন্য।