1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

হোমনায় ওয়াই ব্রিজের নিচ থেকে স্বেচ্ছাসেবকলীগ নেতার লাশ উদ্ধার

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনা-বাঞ্ছারামপুর শেখ হাসিনা ওয়াই ব্রিজের নিচ থেকে মো. সিরাজুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। মো. সিরাজুল ইসলাম(৪৫) হোমনা উপজেলার রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দির মৃত মো. জয়নাল আবেদীনের ছেলে ও চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, নিহত সিরাজুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের নাজমা বেগম নামের তার এক ধর্মবোনের বাড়িতে বেড়াতে যাইতো। কিন্ত ধর্মবোন নাজমার সাথে সিরাজুল ইসলামের পরকিয়ার সম্পর্ক আছে বলে তার পরিবার সন্দেহ করতো। এ নিয়ে তাঁর সংসারে অশান্তি বিরাজ করছে। বিষয়টি নিয়ে ধর্মবোন নাজমার পরিবারের সাথে বিরোধ চলে আসছে।

নিহত সিরাজুল ইসলামের ছেলে মো. টুটুল জানান শনিবার(৫ অক্টোবর) রাতে বাবা জাহাঙ্গীর আলমেরর দোকানে আড্ডা দিয়ে রাতে বাড়ি আসে নাই। রবিবার সকালে শেখ হাসিনা ওয়াই ব্রিজের নিকট তার লাশ পাওয়া যায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ পাওয়া যায়। খবর পেয়ে বাবা কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে হোমনা থানা পুলিশ লাশ উদ্ধার করে সাধারণ ডায়েরী করে বাঞ্ছারামপুর থানায় প্রেরণ করে। আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে হোমনা থানার ওসি জাবেদ উল ইসলাম জানান, লাশ বাঞ্ছারামপুর থানায় প্রেরণ করা হয়েছে। মামলা হলে বাঞ্ছারামপুর থানায় হবে।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ