নিজস্ব প্রতিবেদক-
বিদেশি হ্যাকারদের দখলে, বাংলাদেশীয় শীর্ষ ১০ ওয়েব হোস্টিং কোম্পানির তালিকায় থাকা “এপিক হোস্ট”।
কোম্পানিটি ২০২২ সাল থেকে শুরু করে বর্তমানে প্রতিযোগিতার মার্কেটে শীর্ষ ১০তালিকায় স্থান পেয়েছে। তথ্যসূত্রে জানা যায় গত ৪ই অক্টোবর সন্ধ্যা ৭টায়, এপিকহোস্ট কতৃপক্ষ তাদের অফিশিয়াল ওয়েবসাইট www.apikhost.com এর ডিজাইন পরিবর্তন এর জন্য টীমের সদস্যদের নিয়ে কাজ করছিলেন, ডিজাইন কোড এ কিছু ত্রুটি থাকায় হ্যাকার চক্র সুযোগ বুঝে ম্যালোয়ার ফাইল আপলোড করে দেয়। যার মাধ্যমে তারা এপিকহোস্ট এর ফুল সিপ্যানেল একসেস সহ তাদের ওয়েব হোস্টিং প্রভাইডার ” নেমচিপ” একাউন্ট একসেস খুব অল্প সময়ের মধ্যে হাতিয়ে নেয়। এবং সব ধরনের তথ্য পরিবর্তন করে তাদের নিজের নামে করে নেয়। পরবর্তী তে এপিকহোস্ট কতৃপক্ষ বিষয়টি বুঝতে পারলে ততক্ষণাত “নেমচিপ” এর কাছে রিপোর্ট করলে ‘নেমচিপ’ও তাদের সহযোগিতা করতে অস্বীকার জানায়। এ বিষয়ে নেমচিপ সাপোর্ট থেকে জানানো হয় “এই একাউন্ট টির ইমেইল পরিবর্তন করা হয়েছে তাই দয়া করে সহযোগিতার জন্য আপনার বর্তমান ইমেইল থেকে যোগাযোগ করুন,অথবা কোন অভিযোগ থাকলে যথাযথ ও সংশ্লিষ্ট প্রমাণ সহ যোগাযোগ করুন। “
এমতাবস্থায় এপিকহোস্ট কতৃপক্ষ ঢাকা- সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে এপিকহোস্ট এর পরিচালক বর্তমান দক্ষিণ কোরিয়া প্রবাসী আকাশ আহমেদ জানান “এপিকহোস্ট এর বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নেমচিপের কাছে স্থানান্তর করা হয়েছে। নেমচিপ তদন্ত সাপেক্ষে আমাদের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন”।
এবং আরও জানান ” এপিকহোস্ট এর সার্ভারে কোন ইস্যু নেই, এবং আমাদের সার্ভারটি সম্পূর্ণই সিঙ্গাপুর ডেটাসেন্টার থেকে অপারেটিং করা হচ্ছে। হ্যাকারগ্রুপ শুধুমাত্র তাদের অফিশিয়াল ওয়েবসাইট এর একসেস নিয়েছে, এখানে সার্ভার সম্পূর্ণই আমাদের কন্ট্রোলে আছে। এবং আমাদের গ্রাহকদের ডাটা ও ওয়েবসাইট সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। যত দ্রুত সম্ভব আমরা আমাদের ওয়েবসাইটও রিকোভার করতে সক্ষম হবো। “
এ বিষয়ে এপিকহোস্ট এর ডাটাসেন্টার “ডিজিটাল ওশান” সিঙ্গাপুর এর আইপি ( server.apikhost.com) মনিটর করেও দেখা গেছে তাদের আইপি মনিটরিং কন্টোল এ কোন অজ্ঞাত একসেস নেই। যার ফলে নিশ্চিত হওয়া যায় তাদের সার্ভার এখনও সুরক্ষিত আছে।
অন্যদিকে এপিকহোস্ট ওয়েবসাইট এ কোন তথ্য না থাকায় গ্রাহকরা ভোগান্তিতে পড়ছে বলে অভিযোগ উঠেছে। যদিও এপিকহোস্ট কতৃপক্ষের দাবি রিকোভার সম্পূর্ণ হলে পুনরায় গ্রাহকরা তাদের সেবা পূর্বাবস্থায় ফিরে পাবে বলে নিশ্চয়তা দিয়েছেন।