মো রাজু আহমেদ রাজশাহী
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে তেলের পাম্পে বিএসটিআই এর অভিযানে সঠিক মাপ মিলেছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে এ অভিযানে এসে তেল মাপ যাচাই করে সঠিক আছে বলে জানালেন বিএসটিআই এর পরীক্ষক আসিফ সাদিক।
সরেজমিনে, কেশরহাট বাজারে অভিযান কালে মেসার্স রহমান ফিলিং স্টেশনের ডিলার পদ্মা অয়েল কোং লিমিটেডে উপস্থিত হয়ে প্রথমে অকটেন তেলের মাপ যাচাই করে সঠিক পাওয়া যায়। এরপর তারা ডিজেল তেলের মাপ যাচাই করেও সঠিক পায়।
এবিষয়ে বিএসটিআই এর পরীক্ষক আসিফ সাদিক বলেন, আমরা মেসার্স রহমান ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মিজানুর রহমানে পদ্মা অয়েলের দুইটি মেশিন থেকে তেল নামিয়ে পরিক্ষা করে দেখেছি। তার তেলের মাপ সঠিক রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, কেশরহাট ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা মাহাবুব উর রশিদসহ থানা পুলিশের সদস্যরা।