1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন

পঞ্চগড়ে চা চাষীদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে জেলা প্রশাসক কর্তৃক গঠিত কমিটি

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য চাষীরা যাতে পায় এ নিয়ে কাজ করছে, পঞ্চগড় জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ক্ষুদ্র চা চাষী প্রতিনিধি, টি বোর্ড, স্মল টি বোর্ড কারখানার মালিক প্রতিনিধিরা।গত কয়েক বছর ধরে কারখানার মালিকরা সিন্ডিকেট করে কম খরচে  কাঁচা চা পাতা ক্রয় করছেন। আবার ওজন থেকে ৪০ শতাংশ বাদ দেওয়া হচ্ছে দাম।

এভাবে ক্রমাগত লোকসানে পড়ছে চাষিরা। জেলা প্রশাসনের উদ্যোগে, ১০ সদস্যের একটি পর্যবেক্ষণ টিম বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে বৃষ্টি ভেজা সবুজ পাতা কতটুকু পানি ধারণ করে এবং কুয়াশা ভেজা কতটুকু কুয়াশা ধারণ করে,তা নির্ণয় করে একটি প্রতিবেদন জেলা প্রশাসন কে প্রদান করবেন।

ফলে  চাষিরা যে কতিপয় মিল মালিক যে হিসেবে কর্তন করেন, ২০,২৫,৩০,সেটা নির্ণয় পরিমাপ করতে পারবে, এটা বাস্তবায়ন হলে উভয়পক্ষ লাভবান হবে বলে আশঙ্কা করা যাচ্ছে।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ