নিজস্ব প্রতিবেদকঃ
সংগীত বড় সাধনার ধন কষ্ট করলে করা যায় অর্জন, মনের এই ভাবনা থেকে সংগীতকে নিবিড় যতনে বুকে আঁকড়ে ধরে, ধিরে-ধিরে গানের ভুবনে পথ চলতে শুরু করেন শিল্পী এ আর মেঘ। তাঁর স্বপ্ন বাংলা গানকে ভালোবেসে বাংলা সুর কন্ঠে ধারণ করে শ্রোতাদের মনের গভীরে এক প্রিয়জন হয়ে থাকবে আজীবন। সেই চিন্তা ধরা থেকেই এবার তিনি নিজের কথা ও সুরে মা…গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিলেন,গানটির মিউজিক কম্পোজিশন করেছেন সেলিম মুন্না। অনুপ্রেরণায় ছিলেন তরুণ সিং।
এ পর্যন্ত তার গাওয়া ৯টি মৌলিক গান বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করা হয়েছে, আরো দুইটি গান অল্প সময়ে অনলাইন বাজারে আসবে। দেশের জনপ্রিয় গীতিকার তরুণ সিং এবং সুরকার রিগান হাসানের সুরে গাওয়া তার প্রথম গান ছিলো খোদার কাছে একটা দাবী।
জানতে চাইলে কন্ঠ শিল্পী মেঘ বলেন, দীর্ঘ সাধনার পর এখনো মনে হয় গানের কিছুই শিখতে পারিনি, সুরের মাঝে যেন কোন পূর্ণতা খুঁজে পাইনি আজো, রয়ে গেছে বড় শূন্যতা। তবুও চেষ্টা করছি সুর সাধনা করে যাবো জীবনের শেষ দিন পর্যন্ত।
শিল্পী এ আর মেঘ জানান, গত ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর থেকে সংগীত চর্চা শুরু করেন তিনি, তার গানের গুরু ছিলেন, ওস্তাদ আব্দুল আজিজ এবং রুহুল আমিন। এছাড়াও তরুণ সিং, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, আসিফ ইমরান, আলী আক্কাস, ফারুক, হাতেম, আসাদুল, সহ বিভিন্ন সংগীত গুরুজন।
অনুপ্রেরণায় ছিলেন, তার মা-বাবা, মায়া, মাইনুর রহমান, মাহাবুর, রাজ আলমগীর, শিক্ষক সাইফুল ইসলাম এবং দেশের জনপ্রিয় গীতিকবি সংগীত পরিচালক মিল্টন খন্দকার, লিয়াকত আলী বিশ্বাস, শিল্পী সেলিম মুন্না সহ আরো অনেকেই।
দীর্ঘ ১৪ বছরের অধিক ধরে এই মানুষ গুলোর ভালোবাসা ও উৎসাহ নিয়ে আজও স্বপ্ন দেখেন তিনি একজন কন্ঠ শ্রমিক হবার।
শ্রোতাদের উদ্দেশ্য তিনি বলেন, আপনাদের ভালোবাসায় এবার নিজের কথা ও সুরে একটি মায়ের গান গাইতে সাহস করেছি, গানটি প্রকাশ করা হয়েছে, টি আর সিরিজ, এবং গানের সকাল, ইউটিউব চ্যানেল থেকে। সবাই ‘মা’ গানটি শুনবেন আশা করছি আপনাদের ভালো লাগবে। এর আগে গীতিকার তরুণ সিং এর কথা ও সুরে মায়া সিরিজের প্রথম গানে বেশ সাড়া পেয়েছি আপনাদের, এবারো পাবো আমি আশাবাদী। নতুন করে মায়া সিরিজের বেশ কিছু গান নিয়ে কাজ শুরু করেছি খুব শিগগিরই গান গুলো প্রকাশ করা হবে।
তিনি আরো বলেন, একটি শিল্পীর জীবনে দর্শক শ্রোতাদের ভালোবাসা একমাত্র কাম্য, তাদের ভালোবাসা পেলে আর কিছু লাগেনা, কারন দর্শক শ্রোতারাই পারে একটি শিল্পীকে তার লক্ষে পৌঁছে দিতে। তাই শ্রোতাদের প্রতি অবিরাম ভালোবাসা রেখে তাদের কাছ থেকে আবারো দোয়া ও ভালোবাসা সহ উৎসাহ কামনা করেন কন্ঠ শিল্পী এ আর মেঘ।