1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

চাঁদার টাকা না পেয়ে শেখের পাড়া বালুঘাট দখল নিতে মরিয়া বালু দস্যু সিন্ডিকেট

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

বৈধ ইজারাকৃত বালুঘাট যেন ফোঁড়া হয়ে উঠেছে মুন এন্টারপ্রাইজের।ইজারা কৃত ঘাটের মেয়াদ শেষ হওয়ার আগেই নানা অজুহাতে মুন এন্টারপ্রাইজের লোকজনদের বিভিন্নভাবে হয়রানি করতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল।

 

সূত্র বলছে, গোদাগাড়ী উপজেলার প্রেমতলি শেখের চর বালুঘাট সরকারি সর্বোচ্চ করদাতা হিসেবে বালু উত্তোলনের অনুমতি পান মেসার্স মুন এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি সরকারি নিয়ম মেনে বালু উত্তোলন করে আসলেও হঠাৎ হুমকির মুখে পড়েছেন।

 

জানা গেছে, কিছুদিন যাবত গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের সভাপতি আহসানুল হক টুকুর নাম ব্যবহার করে মোটা অংকের অর্থ দাবি করে আসছিল একটি চক্র। মাটিকাটা ইউনিয়নের টমাস, রাকিব রাজিব, রফিকুল, শফিকুল সহ কয়েকজন ব্যক্তি বিএনপি’র পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

 

এ বিষয়ে মুন এন্টারপ্রাইজ এর ম্যানেজার শফিকুল ইসলাম জানান, সরকার অনুমোদিত বৈধ ইজারা কৃত ঘাটে চাঁদা চাওয়ার বিষয়টি আমি মুন এন্টারপ্রাইজের প্রোপাইটার কে অবগত করি এবং চাঁদা দাবি করা ব্যক্তিদের স্পষ্ট জানিয়ে দেই এখান থেকে কোন প্রকার চাঁদা দেওয়া হবে না। পরবর্তীতে আবারো তারা জানায় প্রতিদিন তাদের ১০ হাজার করে টাকা দিলে কোন প্রকার ঝামেলা হবে না। তিনি আরো বলেন তাদের এমন দাবি আমি না করে দিয়েছি।এরপরে গত ২৪ ডিসেম্বর দুপুরে উল্লেখিত ব্যক্তিরা বালু ঘাটে প্রবেশ করে বালু উত্তোলনের সকল কার্যক্রম বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে রাজশাহী জেলা প্রশাসক, সেনাবাহিনী সহ প্রশাসনের কয়েকটি দপ্তরকে  অবগত করেন মুন এন্টারপ্রাইজ।

 

এরপরেও কোন সুরা না হলে বৃহসপ্রতিবার সকালে সুশীল সমাজের ব্যানারে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন পালিত হয়। একই দিন বিকেলে গোদাগাড়ী উপজেলার প্রেমতলীর শেখের চর বালুঘাটের সামনে মানববন্ধনের আয়োজন করেন বালুরঘাটে কর্মরত শ্রমিক সহ এলাকাবাসী।

 

তারা দাবি করেন অন্যায় ভাবে তাদের বালুঘাট বন্ধ করে দিয়েছেন বিএনপি পরিচয় দানকারী ব্যক্তিরা। শীঘ্রই তাদের আইনের আওতায় আনার দাবিও করেন সেই মানববন্ধন কর্মসূচি থেকে। অপরদিকে নিজেদের দোষ ঢাকতে একই সময়ে লোক দেখানো আরো একটি মানববন্ধন পালন করেন বিএনপি পরিচয়দানকারী বালুরঘাটে চাঁদা দাবি কারীর দোসরা।

 

এ সময় দুই পক্ষ একই স্থানে একই সময় মানববন্ধন করার ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক প্লাটুন পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দেয়।

 

মুন এন্টারপ্রাইজের সাথে কাজ করা একাধিক ব্যক্তি জানান, তাদের অত্যাচারে আমরা যখন আইনের আশ্রয় নিতে যাচ্ছি ঠিক তখন তারা ভিন্ন একটা ফন্দি এটে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। এমন হয়রানি বন্ধে প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

তিনি আরো বলেন, বৈধ ইজারা কৃত ঘাটে এমন চাঁদা দাবি করার বিষয় সত্যিই আমাদের ভাবিয়ে তুলেছে ভবিষ্যতে চাঁদাবাজদের ভয়ে বালুঘাট ইজারা নিতে ভয় পাবে সাধারণ ব্যবসায়ীরা ফলে সরকার তার প্রকৃত রাজস্ব থেকে বঞ্চিত হবে।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ