1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

রাজশাহীতে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ বাছাই পর্ব অনুষ্ঠিত

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

আরিফ মাতুব্বর,রাজশাহী;-

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্রান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগে পরিকল্পনা ও পূ ষষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়্যালিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষ – এর রাজশাহী বিভাগের বাছাই পর্ব (অডিশন) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৫ অক্টোবর শুক্রবার রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বাছাই পর্বের প্রতিযোগিতায় অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পেয়েছে রাজশাহী বিভাগের সেরা বাংলাবিদ।

নতুন প্রজন্মর কাছে বাংলা সংস্কূতি, শ্তদ্ব বাংলা বানান ও ব্যবহার ছড়িয়ে দিতে ষষ্ঠ বারের মতো ইস্পাহানি মির্জাপুর আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহিনি মির্জাপুর বাংলা বাংলাবিদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আয়োজন করছে বাংলা প্রতিযোগিতা ইস্পাহিনি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব ড. সুমাইয়া খানম এবং প্রথিতযশা আবৃত্তি শিল্প মাহীদুল ইসলাম আর এই প্রতিযোগিতাটি পরিচালনায় ছিলেন চ্যানেল আই এর তাহের শিপন।

পরে নির্বাচিতদের হাতে সন্মাননা পরস্কার তুলে দেন।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতায় ৪০ নাম্বারের সাহিত্য ও ব্যাকরণভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন ও ৩০ নাম্বারের অনুধাবনমূলক প্রশ্মোওরের মাধ্যমে নির্বাচিত করা হয় বিভাগীয় সেরা ২০ প্রতিযোগিতায়।

পরে বিচারকদের চুলচেরা বিশ্লেষণে প্রতিযোগিতার উচ্চারণ বানান ও বাকরনের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে সেরা জন নির্বাচিত হয়ে ঢাকায় মূলপর্বে যাবার সুযোগ পায়।
এছাড়া অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সুন্দর হাতের লেখা বিশেষ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তূতীয় স্থান বিজয়ীকে দেওয়া হয় যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধা বৃত্তি।
এছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১ টি ল্যাপটপসহ ব্যক্তিগত গ্ৰন্থাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যর বাংলা বই বইয়ের আলমারি।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ