রাজু আহমেদ তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে আবুল হোসেন (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(১৩অক্টোবর)ভোরে পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
এলাকা বাসী বলে,বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে কলহ হতো আবুল হোসেনের।এবং তাঁদের ঘরে দুই ছেলেসন্তান ও রয়েছে।অভাবের সংসার হলে যা হয়।মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।তাঁর স্কুলপড়ুয়া একটি ছেলে রয়েছে।
স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করে স্থানীয়রা।এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।