1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি  

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় এশিয়ান টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্তকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাবিউল ইসলামের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি ( জিডি ) করা হয়েছে।

গত ৫ এবং ৭ অক্টোবর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা রবিউল ইসলামের নানা অনিয়ম দুর্নীতি ও ঘুস বাণিজ্য নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেন সাংবাদিক বারিউল আলম শান্ত ।

যার সূত্র ধরে গত ৭ অক্টোবর রাত আটটার দিকে রবিউল ইসলাম সাংবাদিক শান্তর  কাছে ছুটে এসে নিজের অপকর্মের কথা স্বীকার করেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির  সংবাদ প্রকাশ বন্ধ করতে সাংবাদিক শান্তকে  অর্থ দিয়ে ম্যানেজারের জোর চেষ্টা করেন। কিন্তু কোনভাবেই শান্তকে ম্যানেজ করতে না পেরে পরবর্তীতে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিক শান্তকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম।

এ ঘটনায় আজ বুধবার রাজশাহী নগরীর চন্দ্রিমা থানায় রাবিউল ইসলামের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন প্রতিবেদক বারিউল আলম শান্ত।

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ  জানান, প্রাণ নাসের হুমকি দেওয়ার অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ