আরিফ, স্টাফ রিপোর্টার:-
রাজশাহীর মহানগরীর চন্দ্রিম থানার মোড়ে প্রতিনিয়ত যটে ছোট বড় বড় সড়ক দুর্ঘটনা।
চন্দ্রিমা থানার মোড়ে গোল চত্বর না থাকার কারণে প্রতিনিয়ত বড় বড় দুর্ঘটনা হতেই থাকে তাই এখানকার স্থানীয় জনগণের দাবি দ্রুত গোল চত্বর বাস্তবায়ন করতে হবে।
এখানকার জনগণের কাছ থেকে আরো জানা যায় এখানকার স্থানীয় জনগণ প্রতিনিয়ত আতঙ্ক নিয়ে বসবাস করছে আরও জানা যায় ছোটখাটো বড় দুর্ঘটনা প্রতিনিয়তই হতেই থাকে।
এখানকার স্থানীয় জনগণের দাবি অন্ততপক্ষে আপাতত স্পিড পিকআপ দেওয়া হোক।
আরো এখানকার স্থানীয় জনগণের কাছ থেকে আরও জানা যায় তারা বলেন অনেক বছর যাবত দোল চত্বরের জন্য আমরা বারবার বলছি কিন্তু গোল চত্বর বাস্তবায়ন হচ্ছে না।
এই চন্দ্রিমা থানার মোড়ে যদি দ্রুত গোল চত্বর না হয় তাহলে অনেক গাড়িচালক সহ সাধারণ পথচারী খুবই বিপদের মুখে পড়বে তাই দ্রুত গোল চত্বর বাস্তবায়ন করা হোক।