মোঃ সোহাগ আলী বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের আয়োজনে,বিনা উদ্ভাবিত মসুরের উন্নত জাত বিনা মশুর ৮ এর সাথে বারি মশুর ৮ এবং বিনা মসুর ৫ ও ১০ এর প্রায়োগিক মাঠ পরিক্ষন মূল্যায়ন ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ-দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টার সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সরাইলে বিনা চাঁপাইনবাবগঞ্জ উপ- কেন্দ্রে ও রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় মাঠ দিবস অনুষ্ঠানে এস এস ও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আজাদুল হকের সভাপতিত্বে প্রধান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার ময়মনসিংহ বিভাগের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর ডঃ মোছা উম্মে সালমা, ডঃ মোঃ মাহবুবুল আলম তরফদার,ডঃ মোহাম্মদ আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ সহ বিজয়নগর দেওপাড়া এলাকার কৃষক কিশানি সহ আরো অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাঠ দিবস ২০২৫ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় কৃষক কৃষাণীরা বলেন, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়মের পরামর্শ অনুযায়ী বারি মসুর ৮ বিনা মসুর ৫ ও ১০ পরীক্ষা মূলক চাষাবাদ করে তারা অধিক ফল পেয়েছে। এবং তারা পরবর্তী সময়ে এই জাতের মসুর চাষাবাদের জন্য আশ্বাস দেন।
উপর দিকে বিনা ময়মনসিংহের মহাপরিচালক ডঃ মোহাম্মদ আবুল কালাম আজাদ ভার্চুয়াল বক্তব্য বলেন,বিনা উদ্ভাবিত মসুরের উন্নত জাত বিনা মসুর এর সাথে বারি মসুর ৮ এবং বিনা মসুর ৫ ও ১০ চাষ করলে বরেন্দ্র অঞ্চলে খরা মৌসুমে অধিক ফলন পাওয়া যাবে।এবং প্রতি বিঘাতে ৭ থেকে ৮ মন মসুর পাওয়া যাবে এই এ মসুরে পুষ্টিগুণ অন্যান্য মসুরের থেকে অনেক বেশি।