নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানী ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ)তে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ ৪৩ বছরে সাংবাদিকদের অধিকার আদায়ের বৃহত্তর সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বরেণ্য সাংবাদিক নেতা আলতাফ হোসেন চৌধুরীর জন্য মহান আল্লাহর দরবারে তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিব সংস্থার রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আহম্মদ রেজা খান।
দোয়া মাহফিল অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের আহবায়ক মো: নুরে ইসলাম মিলন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আমিরুল হোসেন সান্ত,সাবেক সাংগঠনিক সম্পাদক মো: নাঈম হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মো: সুরুজ আলী,সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম নয়ন,সদস্য মামুনুর রশিদ,হাসান মৃধা,মোঃ পাভেল ইসলাম মিমুল,তাইরান আবাবিল হাসান সোহাগ,নাজমুল হোসেন,ওয়াসিম আল রেজা,সিরাজুল ইসলাম রনি,বখতিয়ার শাহরিয়ার লিয়ন, মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।