1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

দুর্নীতির সংবাদ বন্ধ করতে সাংবাদিককে ম্যানেজের জোর চেষ্টা ভূমি কর্মকর্তা রবিউলের 

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা রবিউল ইসলাম নিজের অনিয়ম ও দুর্নীতির বিষয় স্বীকার করে তার বিরুদ্ধে  দুর্নীতির সংবাদ বন্ধের জন্য সাংবাদিককে ঘুষ দিয়ে ম্যানেজ করতে ছুটে আসেন।

তার বিরুদ্ধে অনিয়মের সংবাদ বন্ধের জন্য তিনি এই প্রতিবেদককে ঘুষ দিয়ে ম্যানেজ করার জোর চেষ্টা চালায় কিন্তু কোন ভাবেই এই প্রতিবেদককে ম্যানেজ করতে না পেরে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে যান। ঘুষ দিয়ে সাংবাদিকে ম্যানেজ চেষ্টার এমন একটি ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে ।

ভিডিওটিতে দেখা যায়, রবিউল ইসলাম তার বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ না করতে ওই সাংবাদিককে ম্যানেজ করতে জোর চেষ্টা চালাচ্ছেন। সরকারি একজন কর্মকর্তার এমন ভিডিও নিয়ে রাজশাহীতে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে । অবিলম্বে এই দুর্নীতিবাজ ঘুষখোর কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

উল্লেখিত, গত ৫ এবং ৭ অক্টোবর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা রবিউল ইসলামের নানা অনিয়ম দুর্নীতি ও ঘুস বাণিজ্য নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয় ।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ