নিজস্ব প্রতিবেদকঃ
তানোরে বরেন্দ্র বহুমুখী সরকারি প্রকৌশলী বিএমডি এ ০৬নং কামার গাঁ ইউনিয়নের ০৩ নং ওয়াড দুর্গাপুর গ্রামের সাধারণ কৃষকগণ এই মর্মে আবেদন করেরন যে ০৬নং কামার গাঁ ইউনিয়নের জেএল নং ১৯৩ মৌজা দুর্গাপুর দাগ নং ২২৫ এ অবস্থিত গভীর লালকূপ সম্পত্তি নিয়োগ প্রাপ্ত হন মো মারুফ আলী পিতা মো আবু হেনা গ্রাম পারিশো তানোর রাজশাহী। কিন্তু আপনার নিয়োগ পত্রের ০৭ নং উল্লেখ আছে যে একমাত্র গভীর লালকূপ এলাকার স্থানীয় বাসিন্দা ছাড়া কোন ব্যক্তি অপারেটর পদে আবেদন করতে পারিবেনা। কিন্তু দেখা যায় যে উল্লেখিত ব্যক্তি যার এই মোজাই কোন ধরনের জমি জমা নাই এবং সে অন্য মৌজারন অন্তর্ভুক্ত একজন বাসিন্দা। সে তার সঠিক তথ্য গোপন রাখিয়া নিয়োগ পরীক্ষায় উওীণ হয় যাহা সম্পূর্ণ আইন বিরোধী কাজ উল্লেখিত যে উক্ত ব্যক্তি অপারেটর নিয়োগ পরীক্ষায় হওয়ার পূর্বে সবার দখল করিয়া এবং নলকূপের ঘরে তালা মারিয়া নলকূপটি একাধিকবার দখল করার চেষ্টা করিয়াছে মর্মে আমরা গ্রামবাসী সাক্ষী রই আছি ফলে আমরা দুর্গাপুর গ্রামের সাধারণ কৃষকগণ তার অপারেটর নিয়োগ পত্র বাতিলের জোর দাবি জানাচ্ছি।