1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

মোহনপুরে রডবোঝাই ভুটভুটির রড বুকে ঢুকে কিশোর নিহত

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

মো রাজু আহমেদ রাজশাহী

রাজশাহীর মোহনপুরে রডবোঝাই ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বুকের ভিতর রড ঢুকে আবুল বাশার নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কেশরহাট কামারপাড়া সড়কের চকবেলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল বাশার নওগাঁ জেলার নিয়ামত উপজেলার বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশরের মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আবুল বাশার কম্পিউটার শেখার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে মোহনপুর উপজেলার কেশরহাটে যাচ্চছিল। পথিমধ্যে উপজেলার চকবেলনা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ভুটভুটির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঐ ভুটভুটিতে থাকা রড আবুল বাশারের বুকের ভেতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রাস্তায় ভুটভুটি রেখে চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে লাশ উদ্ধারসহ দুর্ঘটনাকবলিত ভুটভুটি ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ওই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুটভুটি, মোটরসাইকেল ও লাশ উদ্ধার করে থানায় আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ