1. admin@stv24bd.com : admin : Sohag Ali
  2. akashmotaleb@gmail.com : Motaleb Hosen : বার্তা কক্ষ
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে লিফলেট ও স্টিকার বিতরণ

এস টিভি নিউজ ডেস্ক:-
  • সর্বশেষ সংস্করণ:- বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে লিফলেট ও স্টিকার বিতরণ

বারিউল আলম শান্ত, রাজশাহী

লসড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী-ঢাকা মহাসড়কের নতুন বাইপাস রোডে লিফলেট ও স্টিকার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে যানবাহন চালক, শ্রমিক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আশরাফুজ্জামান, বিআরটিএর মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মচারী ও শ্রমিক-মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ।

এ কর্মসূচিতে সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় বক্তারা সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

এ ধরনের কার্যক্রম জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন। তারা সবার সহযোগিতায় নিরাপদ সড়ক গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদ টি ভালো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ