মো রাজু আহমেদ রাজশাহী
রাজশাহীর মোহনপুরে নিখোঁজের পাঁচদিন পর এক ভ্যানচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ভ্যানচালকের নাম আব্দুল মালেক (৪২)। তিনি উপজেলার কেশরহাট পৌরসভার তিলাহারী গ্রামের কাজেম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বেলা পৌনে ১২ টার সময় উপজেলার বড়াইল গ্রামের এক পুকুর থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের বড়াইল গ্রামের বড় আম বাগানের পাশে জনৈক সুলতান আলীর পুকুরে ভাসমান মরদেহ দেখতে ইয়ামিন নামের এক যুবক। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন গিয়ে আব্দুল মালেকের মরদেহ শনাক্ত করে। পুলিশ ও নিহতের পরিবারের সূত্র গেছে, গত শুক্রবার সন্ধা ৬ টার সময় আব্দুল মালেক ভ্যানগাড়ী নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে আর বাড়িতে ফিরেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে পরদিন মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার ইয়ামিন নামের এক যুবক জমিতে পানি সেচ দিতে গিয়ে ভাসমান মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে ভ্যানগাড়ি কেড়ে নিয়ে হত্যার পর পুকুরে পানিতে ফেলে দেওয়া হয়েছে। লাশের পরনের লুঙ্গি ও জ্যাকেট ছিল। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেলেনা আক্তারের উপস্থিতে ঘটনাস্থল থেকে পুলিশ এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।