রাজশাহীতে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
বারিউল আলম শান্ত, রাজশাহী
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় এবং নওদাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি আয়োজিত এই সেমিনার ও আলোচনা সভায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে নিরাপদ সড়কের গুরুত্ব, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় এবং ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী সার্কেলের মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম, সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নিরাপদ সড়ক গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক:- মো. সোহাগ আলী
মোবাইল:- ০১৬১০-৯৫০৩৮৮
ইমেইল:- stv24bdnews1@gmail.com