শামীমুল ইসলাম,
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে ৩৮ বীরের কেপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে ৩৭৫০পিছ ইয়াবা ও নগদ ২০৭৩৬০ টাকাসহ নারী ও পুরুষ কে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী দেবিদ্ধার উপজেলার ভিংলাবাড়ী গ্রামের মৃত রহিম সরকারের ছেলে ইমরান সরকার ( ইভু) (২৬)। ব্রাহ্মণ পাড়া থানার তোতাভোর গ্রামের খাদিজা আকতার (২৪)।
জানা যায় কেপ্টেন মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল উপজেলার কোম্পানীগঞ্জ যাত্রীছাউনির সামনে থেকে বুধবার দুপর ১২ টায় ৩৭৫০পিছ ইয়াবা ও নগদ দুইলক্ষ্য সাত হাজার তিনশত ষাট টাকাসহ তাদের কে আটক করে মুরাদনগর থানা পুলিশ এস আই আরিফের হাতে তুলে দেন। এস আই আরিফ বলেন, যৌথবাহিনি আমাকে খবর দিয়ে ২০৭৩৬০ টাকা ও দুই মাদক কারবারী কে আমার কাছে তুলে দেন।
ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হোক বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মো. সোহাগ আলী
মোবাইল:- ০১৬১০-৯৫০৩৮৮
ইমেইল:- stv24bdnews1@gmail.com